গ্যাস-বিদুৎসহ জ্বালানি তেলের মূল্য কমাতে হবে: ড. কামাল

চ্যানেল আই প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৮:১৯

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, গ্যাস-বিদুৎসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। তিনি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে এসবের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


শনিবার সকাল ১০ টায় গণফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভায় ঢাকাস্থ পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ড. কামাল হোসেন এ কথা বলেন।


ড. কামাল হোসেন বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তিনি সমমনা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।


সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান এমপি, এস এম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক), আব্দুল মমিন চৌধুরী, মোস্তাক আহম্মেদ, শাহ নূরুজ্জামান, সেলিম আকবর প্রমূখ নেতৃবৃন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us