প্রায় তিন কেজি ওজনের ব্যাঙ

প্রথম আলো প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৭:০৫

ব্যাঙের ওজন কতটুকুই হতে পারে! তবে অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডে পাওয়া ‘কেইন টোড’ প্রজাতির একটি ব্যাঙের ওজনের কথা জানলে যে কেউ চমকে উঠতে বাধ্য। কারণ, ব্যাঙটির ওজন ২ কেজি ৭০০ গ্রাম। ইতিমধ্যে সিনেমার বিরাটকায় ‘গডজিলা’র সঙ্গে মিলিয়ে ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হচ্ছে।


কুইন্সল্যান্ড কনওয়ে ন্যাশনাল পার্কে ব্যাঙটির সন্ধান পান বনকর্মীরা। কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান দপ্তর গতকাল শুক্রবার বলেছে, সবচেয়ে বড় ব্যাঙ হিসেবে টোডজিলা নতুন রেকর্ড গড়তে পারে। বর্তমান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, সবচেয়ে বড় কেইন টোডের ওজন ২ কেজি ৬৫০ গ্রাম। ১৯৯১ সালে সুইডেনের প্রিনসেন নামের একটি পোষ্য টোড এই রেকর্ড গড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us