পেরুতে অব্যাহত বিক্ষোভে আহত ৫৮

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৭:০৫

পেরুর বামপন্থি প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানী লিমায় ব্যাপক বিক্ষোভ হয়।


এতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন।


আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। তারা রাস্তায় আগুন ধরিয়ে দেয়। তারা কাঁচের বোতল, পাথর নিক্ষেপ করতে থাকে। উপায় না পেয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এ ছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সাধারণ মানুষ। এ ঘটনায় ৫৮ জন আহত হন।


খবরে আরও বলা হয়, পেরুর দক্ষিণাঞ্চলীয় পুনো অঞ্চলের ইলাভ শহরে প্রায় দেড় হাজার বিক্ষোভকারী একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। এ ছাড়া পুনোর জেপিতায় একটি পুলিশ স্টেশনেও আগুন দেয়। পরে এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী ভিসেন্তে রোমেরো।


গত বৃহস্পতিবারও ল্যাতিন আমেরিকার দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলে। এদিন লিমার সবচেয়ে ঐতিহাসিক ভবনগুলোর একটিতে আগুন দেয় আন্দোলনকারীরা। এ ঘটনায় শতাব্দী পুরনো ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা দেশের ‘স্মারক সম্পদের’ ব্যাপক ক্ষতি সাধন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us