উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম চালু করলো সিস্টেমআই

চ্যানেল আই প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১৬:৫৪

ছোট-বড় সকল উদ্যোক্তাদের সব ধরণের প্রযুক্তি সেবা দিতে একক প্ল্যাটফর্ম চালু করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। ব্যবসা সঠিকভাবে পরিচালনা ও প্রবৃদ্ধির জন্য উদ্যোক্তাদের প্রযুক্তি সেবা দেবে তারা।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর কাওরান বাজারের এক হোটেলে সংবাদ সম্মেলনে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


গত ১১ বছর ধরে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা সহজলভ্য করতে নানান ধরনের কাজ করে যাচ্ছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। সেই উদ্দেশ্যে পাঁচ সহস্রাধিক গ্রাহককে সেবা দিয়ে এবং গ্রাহকের চাহিদা ও সমস্যাগুলো চিহ্নিত করে নতুন এই সম্মিলিত প্রযুক্তি সেবা চালু করেছে সিস্টেমআই। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস, ডিজিটাল মিডিয়ার বায়িং ও ডিজিটাল কন্টেন্ট বানানো এসবের মধ্যে অন্যতম।


সংবাদ সম্মেলনে সিস্টেমআই টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল আহমেদ বলেন, বিশেষত স্বল্প ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রযুক্তি বাজেট কম থাকে। আমরা চেষ্টা করেছি নতুন উদ্যোক্তাদের প্রতিষ্ঠানগুলো যেন তাদের স্বল্প বাজেটের মধ্যে সম্মিলিত প্রযুক্তি সেবা গ্রহণ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us