ইতালিয়ান লিগ 'সিরি আ' থেকে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটেছে ইতালিয়ান ফুটবল আদালত। দলবদল থেকে পাওয়া অর্জিত অর্থ ও মুনাফা নিয়ে মিথ্যাচার করায় ক্লাবটির ১৫ পয়েন্ট কাটা হয় বলে জানিয়েছে জাতীয় সকার ফেডারেশন (এফআইজিসি)।
এতে পয়েন্ট টেবিলের তিন নম্বর থেকে দশ নম্বরে নেমে গেল তুরিনের বুড়িরা। পাশাপাশি অতীত ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করেছে আদালত।গত বছরের শেষ দিকে জুভেন্টাসের দলবদল আর ফুটবলারদের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ আসে। সেই সমালোচনার কারণে পদত্যাগ করেন ক্লাব সভাপতি আন্দ্রেয়া আগ্নেলি ও সহসভাপতি পাভেল নেদভেদ। কিন্তু তাতে তদন্ত থামেনি।