প্রথম অ্যালবামের গান 'হলিডে'; সাফল্যের ৪০ বছর পূর্তি উদযাপন করবেন পপ-আইকন ম্যাডোনা। বিসিসি জানিয়েছে, ৬৪ বছর বয়সী এই পপ-আইকন তাঁর এই 'সেলিব্রেশন ট্যুরে' ১৯৮৩ সালে প্রকাশিত নিজের নামের প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯ সালের 'ম্যাডোনা এক্স' অ্যালবামের সুপারহিট সব গান গাওয়ার পরিকল্পনা করছেন। ইউরোপ-আমেরিকার ৩৫ শহরে হবে 'ম্যাডোনা-দ্য সেলিব্রেশন ট্যুর'।
ম্যাডোনাকে পারফর্ম করতে দেখা গিয়েছিল ২০১৯ সালের ম্যাডাম এক্সের শোগুলোতে। কিন্তু তাঁর হাঁটু ও কোমরের ব্যথার কারণে সে সময় বেশ কয়েকটি শো বাতিল করতে হয়েছিল। চলতি বছরের জুলাই মাসে কানাডার ভ্যাঙ্কুভারে হবে ট্যুরের প্রথম শো। আর শেষ শো হবে ১ ডিসেম্বর আমস্টারডামে।