শহর পরিচ্ছন্ন রাখতে অভিনব কৌশল!

যুগান্তর প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬

হাজার অনুরোধেও কাজ হয়নি। শহরের আনাচে-কানাচে প্রস্রাব করে দিতেন পথচারীরা। এগুলো পরিষ্কার করতেই লাখ লাখ পাউন্ড ব্যয় হয়ে যেত পৌর কর্তৃপক্ষের।


তাই অভিনব এক সমাধান বের করল লন্ডনের এক পৌরসভা। তারা ঠিক করেছে, শহরের দেয়ালে প্রস্রাবরোধী রঙ করা হবে। এই রঙের গুণ এমনই যে, দেয়ালে কেউ প্রস্রাব করলেই তা ছিটকে গিয়ে লাগবে প্রস্রাবকারীর গায়েই!


সোহো পৌর অঞ্চলটিতে রয়েছে একাধিক পানশালা, রেস্তোরাঁ। বহু পর্যটক বিনোদনের উদ্দেশেই এ জনপদে আসেন। সারারাত জেগে থাকে এই শহর। এই শহরের একদিকে যেমন থাকেন উচ্চবিত্তের মানুষ, অপরদিকে একটি অংশে থাকেন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। খবর এএফপির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us