ঘটনাটি ১৬ জানুয়ারির। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ এবং ভূমি কার্যালয় সংলগ্ন জমিতে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন তাকে সাহায্য করতে। কিছুক্ষণ পরে সেখানেই ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দেন ওই নারী।
প্রসবের পর শারীরিক অবস্থা খারাপ দেখে লোকজন ওই নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে ওইদিনই তিনি হাসপাতাল থেকে উধাও হয়ে যান। মাকে হারিয়ে পিতৃ পরিচয়হীন শিশুটি হাসপাতালে একা হয়ে যায়।
বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি। তাদের চেষ্টায় কয়েকদিন শিশুটিকে হাসপাতালে রাখা হয়। বৃহস্পতিবার আইন অনুযায়ী সেই শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘জয়িতা’।