কম্পিউটারে ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে দূর থেকে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীরা। শুধু তা-ই নয়, গোপনে ফোনের ক্যামেরা বা ওয়েবক্যাম চালু করে ছবি বা ভিডিও ধারণও করে। তাই সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজন ছাড়া ওয়েবক্যাম ঢেকে রাখার পরামর্শ দেন নিরাপত্তাবিশেষজ্ঞরা। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় ওয়েবক্যাম আর ঢেকে রাখা হয় না। সমস্যা সমাধানে শাটারযুক্ত ওয়েবক্যাম তৈরি করেছে লজিটেক।