স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। বিভিন্ন কাজে সব বয়সী নারী-পুরুষের হাতে এখন স্মার্টফোন। সর্বক্ষণের সঙ্গী এই ডিভাইসটি শুধু দূর দুরান্তে যোগাযোগ করতেই নয়, আরও নানা কাজের ভরসা স্মার্টফোন। তবে সেই ফোন যদি চুরি হয় বা হারিয়ে যায় তাহলে অনেকটা ‘সঙ্গীহারা’ অবস্থা হয় অনেকের।
তবে সবচেয়ে বেশি ভাবনায় পড়তে হয় যে বিষয়টি নিয়ে তা হচ্ছে, ফোনে থাকা ব্যক্তিগত ছবি বা ভিডিও। এগুলো চলে যেতে পারে অন্যের হাতে। এরপর ঝামেলা আরও বাড়তে পারে। এসব ছবি-ভিডিও ছড়িয়ে যেতে পারে কিংবা আপনি ব্ল্যাকমেইলের স্বীকার হতে পারেন।