গাজীপুরে বলাৎকারের সময় চিৎকার করায় এক শিশুকে হত্যা করেছেন নাসির মিয়া (২৮) নামের এক যুবক। এ ঘটনার প্রায় দেড় বছর পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নাসির মিয়া নোয়াখালীর কবিরহাট থানার সোনাপুর জমিদারহাট গ্রামের পাকমুন্সিহাট এলাকার কামাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরের পুবাইল থানার মাজুখানবাগের টেক এলাকার সাঈদ আহমেদের বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিম শিহাব হোসেন পুবাইল থানার মাজুখান উত্তরপাড়া এলাকার বাসিন্দা জুয়েলের ছেলে।