সৃষ্টিকর্তা যা অপছন্দ করেন

জাগো নিউজ ২৪ মাহমুদ আহমদ প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১১:৪৪

বিশ্বের অধিকাংশ মানুষই শান্তির প্রত্যাশা রাখে আর নিরাপত্তাও চায়, কিন্তু বিশ্লেষণ করলে মনে হয়, প্রকৃতপক্ষে বিশ্বের অধিকাংশই এই শান্তি লাভ করতে চায় না, তারা সেসব পথ অবলম্বন করতে সম্মত নয় যেপথে চললে শান্তি অর্জন সম্ভব। কেননা এই পথ যতটা সহজ ততটাই কঠিন। এই নীতি ও সমাধানের কথা বিশ্বস্রষ্টা পবিত্র কোরআনেও বর্ণনা করেছেন। আল্লাহপাক বলেন, ‘যারা ঈমান আনে এবং যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করে প্রশান্তি লাভ করে। শোন আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে’ (সুরা আর রাদ, আয়াত: ২৮)। তাই শান্তি ও নিরাপত্তা সৃষ্টিকর্তাকে স্মরণের মাধ্যমেই সম্ভব।


পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আর জেনে রাখো যে, তোমাদের মাঝে আল্লাহর রাসুল বিদ্যমান যদি সে তোমাদের অধিকাংশ কথা মেনে নেয় তবে তোমরা অবশ্যই দুঃখ কষ্টে জর্জরিত হবে কিন্তু আল্লাহই তোমাদের জন্য ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছেন। আর তা তোমাদের হৃদয়ে সুসজ্জিত করে দিয়েছেন আর তোমাদের জন্য কুফর ও মন্দকর্ম এবং অবাধ্যতার প্রতি তীব্র ঘৃণাও সৃষ্টি করে দিয়েছেন, এরাই ওইসব লোক যারা সুপথ প্রাপ্ত’ (সুরা আল হুজুরাত, আয়াত:৭)।


 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us