একমাত্র ফ্লোর প্রাইসই কি শেয়ারবাজার স্থিতিশীলতায় অন্তরায়

দৈনিক আমাদের সময় মোহাম্মদ মনিরুল ইসলাম প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১০:০১

আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে দুঃসংবাদের কোনো শেষ নেই। বিশেষ করে করোনা থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান বছরগুলো মনে রাখতে চাইবে না কেউ। তরতর করে এগিয়ে চলা বিশ্ব অনেকটা গতি হারিয়েছে। সদ্য প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস বা বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বিশ্ব অর্থনীতির যে চিত্র তুলে ধরেছে তা সত্যিই হতাশার।


দুর্দশার এক কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ১ দশমিক ৭ শতাংশ। অথচ গত জুনে এই পূর্বাভাস ছিল ৩ শতাংশ অর্থাৎ বিশ্ব অর্থনীতি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। যা যে কোনো সময় পা হড়কে মন্দায় পড়ে যাওয়ার আশঙ্কা আছে। ফলে বিশ্বজুড়ে জনমানসে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। বিশেষ করে বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ, উচ্চ বৈষম্যের অসচেতন দেশে জনমনে উদ্বেগের দানা বাঁধা খুব স্বাভাবিক। তাই তো আশা-নিরাশার এই কুয়াশাচ্ছন্ন গুমোট পরিবেশে গুজবের ডালপালা মেলে সহজেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us