মডেল মসজিদ ইতিহাসের নবদিগন্ত

দেশ রূপান্তর মুফতি এনায়েতুল্লাহ প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:১০

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত সোমবার দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৫০টি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ হাজার ৪৩৫ কোটি টাকায় যে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র সরকার নির্মাণ করছে, তার মধ্যে দুই দফায় ১০০টির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর আগে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হয় ২০২১ সালের ১০ জুন। সরকার আশা করছে, ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আরও ৫০টি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র চালু করা সম্ভব হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। ৪০ থেকে ৪৩ শতক জায়গায় তিন ক্যাটাগরিতে এসব মসজিদ নির্মাণ করা হচ্ছে। জেলা পর্যায়ে চারতলা, উপজেলার জন্য তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। নান্দনিক নির্মাণশৈলীতে নির্মীয়মাণ এসব মডেল মসজিদে রয়েছে একটি করে মিনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us