মিয়ানমারের একটি গ্রামে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) গভীর রাতে দেশটির স্যাগাইং অঞ্চলের কাথা শহরের মোয়ে তার লে গ্রামে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় গ্রামবাসীদের মধ্যে অন্তত সাতজন মারা গেছেন। তাদের মধ্যে কয়েকজনের দেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।