নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিন শুক্রবার (২০ জানুয়ারি)। এ দিন ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হবে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা উইথ দ্য উইন্ড। বিকেল ৫টায় জাপানের নাকোডো-ম্যাচমেকারস (ম্যারেজ কাউন্সেলর)। সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সাঁতাও প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ইরানের ঘাটে ফৌরি (আরজেন্ট কাট অফ), বিকেল ৫টায় ভারতের অপরাজিত (দ্যা আনডিফেটেড), সন্ধ্যা ৭ টায় আওয়াজ হাঘরে (এন এরা অফ হোমলেসনেস), বাংলাদেশ; তেইশি, বাংলাদেশ; গ্রহ গ্রস্থ (দ্যা লাইফ লাইন), বাংলাদেশ; বনসাই, বাংলাদেশ; তুলিকা, বাংলাদেশ; এংগার, বাংলাদেশ; ইউর আইস, বাংলাদেশ।