১৯তম নিলামে এক লাখ পাঁচ হাজার কেজি চা বিক্রি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান অর্থ বছরের ১৯তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলামে এক লাখ পাঁচ হাজার কেজি চা উঠে ছিল।


বুধবার (১৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল জেল পরিষদ অডিটরিয়ামে এ নিলাম শুরু হয়। নিলামে দেশের ২০টিরও অধিক চা বাগান থেকে ব্লাক টি, গ্রিনটি উঠানো হয়েছে।


শ্রীমঙ্গল টি বোর্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মনির জানান, চলমান মৌসুমের শুরুর দিকে চায়ের দাম কম উঠছিল। তবে ক্রমশ তা বাড়তে থাকে। ১৯তম নিলামেও গুণগত মানের চা রয়েছে, তারা আশা করছেন আগের নিলামের চেয়ে এ নিলামে দাম বেশি উঠবে। এক লাখ পাঁচ হাজার কেজি চা গড়ে ২০০ টাকা কেজি হলে দুই কোটি টাকা লেনদেন হওয়ার কথা বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us