সরকার পতনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি না দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। গতকাল মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।