ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন থেকে এবার সরে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা। বুধবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি জানান।
বিবৃতিতে জিয়াউল হক মৃধা জানান, ভোটের জন্য ভোটারদের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন, তা নির্বাচনে বিজয়ী হলেও স্বল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জিয়াউল হক মৃধার মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে মৃধা মাহবুবে ইলাহী প্রদ্যুৎ বিবৃতির বিষয়টি সঠিক এবং তার বাবা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন।