শেষ পর্যন্ত জানুয়ারিতে অ্যাপলের নতুন চিপের ম্যাকবুক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১৪:২৩

প্রচলিত সময়সূচীর আগেই তুলনামূলক দ্রুতগতির ‘এম২ প্রো’ ও ‘এম২ ম্যাক্স’ চিপ চালিত নতুন ম্যাকবুক উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।


১৫ বছর ধরে ইনটেলের চিপ ব্যবহারের পর ২০২০ সালে অ্যাপল ফের নিজেদের নকশা করা সেমিকন্ডাকটর ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরই ফলে গত বছর থেকে কোম্পানিটি ‘এম২’ চিপের সর্বশেষ সংস্করণ চালিত বিভিন্ন ডিভাইস উন্মোচন শুরু করেছে। নতুন চিপের ম্যাকবুক ডিভাইসগুলো উন্মোচিত হয়েছে গেল মঙ্গলবার।


নতুন ‘ম্যাক মিনি’র দাম শুরু পাঁচশ ৯৯ ডলার থেকে। আর এগুলো বাজারে মিলবে ২৪ জানুয়ারি থেকে। এ ছাড়া, নতুন চিপ’সহ ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো ডিভাইসের দাম শুরু এক হাজার নয়শ ৯৯ ডলার থেকে। ওই তুলনায় এম২ চিপ থাকা ১৩ ইঞ্চির মডেলের দাম কিছুটা কম। এর দাম শুরু এক হাজার দুইশ ৯৯ ডলার থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us