ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ যা দেখানো হবে

বার্তা২৪ প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১২:১৬

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। ৮ দিনের এ উৎসবে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। দেখে নিন বুধবার (১৮ জানুয়ারি) যেসব ছবি দেখানো হবে তার তালিকা।


প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর


সকাল ১০টা ৩০ মিনিটে অসুর, ভারত। বেলা ১টায় দ্য বেসবল প্লেয়ার, ফিলিপাইন। বেলা ৩টায় হেয়ারআফটার, শ্রীলঙ্কা। বিকেল ৫টায় লেট মি ফ্লাই, শ্রীলঙ্কা। সন্ধ্যা ৭টায় দামাল, বাংলাদেশ।


সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর


সকাল ১০টা ৩০ মিনিটে ঘরে ফেরা, বাংলাদেশ। বেলা ১টায় তারলান, রাশিয়া। বেলা ৩টায় দ্য সাইলেন্ট ইকো, বাংলাদেশ, ফ্রান্স। বিকেল ৫টায় মাই সন অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার, ভারত। সন্ধ্যা ৭টায় সং অব দ্য উইন্ড, ইরান।


জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন, শিল্পকলা একাডেমি


সকাল ১০টা ৩০ মিনিটে ওয়াকার, ফিলিপাইন। বেলা ১টায় মাম্মা মখমল, ইরান। বেলা ৩টায় মানিকবাবুর মেঘ, ভারত। বিকেল ৫টায় হায় হোসেন, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় কাকাবাবুর প্রত্যাবর্তন, ভারত।


শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তন (ষষ্ঠ তলা)


সকাল ১০টা ৩০ মিনিটে সৌল, রাশিয়া। বেলা ১টায় অ্যামাং আস উইমেন, ইথিওপিয়া। বেলা ৩টায় সত্যম, ভারত। বিকেল ৫টায় রং তুলিতে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় ইউরোপস ওলডেস্ট ওথ, স্পেন।


সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, শিল্পকলা একাডেমি


সকাল ১০টা ৩০ মিনিটে জিবাস উইশ, ইরান। বেলা ১টায় দ্য হান্টার্স, চিলি। বেলা ৩টায় উইন্ড অব চেঞ্জ, ইরান। সন্ধ্যা ৭টায় প্লিজ হোল্ড দ্য লাইন, মালয়েশিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us