বায়ুদূষণের কারণে মৃত্যুহার বাড়ছে: সংসদে পরিবেশমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ২২:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে বায়ুদূষণের কারণে মৃত্যুহার বাড়ছে। তবে বায়ুদূষণের কারণে বজ্রপাত বৃদ্ধি পাওয়া-সংক্রান্ত কোনো গবেষণালব্ধ ফলাফল এখনো পাওয়া যায়নি।


আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।


শাহাব উদ্দিন বলেন, যেহেতু বর্তমানে বায়ুদূষণ বাংলাদেশের একটি অন্যতম পরিবেশগত সমস্যা, তাই সরকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইতিমধ্যে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ জারি করেছে। এই বিধিমালা বাস্তবায়নসহ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। এ সময় তিনি বায়ুদূষণ রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us