আইফোনে নিজেদের তৈরি চিপ ব্যবহারের জন্য বেশ কয়েক বছর ধরে কাজ করছে অ্যাপল। এ পরিকল্পনার আওতায় একই চিপে ওয়াই-ফাই, ব্লুটুথ ও মডেম যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।
নিজস্ব চিপ তৈরির গবেষণায় বেশ সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের শুরুতেই নিজেদের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ দিয়ে তৈরি আইফোন বাজারে আনার আশা করছে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।