ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় সবশেষ মারা গেলেন হোসনে আরা (৩০)। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেলেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, হোসনে আরার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, আরও একজনের মৃত্যু
এর আগে গত ৭ জানুয়ারি শনিবার ভোর ৫টার দিকে ধামরাইয়ের কুমড়াইল কবরস্থানসংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
এতে দগ্ধরা হলেন জোছনা বেগম (২৫), তাঁর স্বামী গার্মেন্টকর্মী মঞ্জুরুল (৩২), মেয়ে মরিয়ম (দেড় বছর), বোন হোসনে আরা (৩০) এবং আরেক বোনের মেয়ে সাদিয়া (১৮)।