হবিগঞ্জের কুশিয়ারা নদীর তীররক্ষা প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বাঁধের বিভিন্ন ব্লকে ফাটল দেখা গিয়েছে। একইসঙ্গে বাঁধের বিভিন্ন স্থান দেবে গেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই ৫৭৩ কোটি টাকার এই প্রকল্পের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় ৫৭৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে প্রকল্পের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। কোনও কোনও জায়গায় ব্লক দেবে গেছে।
পাউবো বলছে, কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সেইসঙ্গে কিছু ব্লক দেবে গেছে। ক্ষতিগ্রস্ত স্থান পুনরায় সংস্কার করা হবে।