কোলেস্টেরল হয়েছে কি না বুঝে নিন জিভ দেখেই

বার্তা২৪ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:০২

বয়স বাড়লে যে রোগগুলো বাসা বাঁধে শরীরে, সেই তালিকায় কোলেস্টেরল উপরের দিকে থাকে। তবে কোলেস্টেরল যে কোনও বয়সে শরীরে হানা দিতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, বাইরের খাবার খাওয়ার অভ্যাস, শরীরের প্রতি যত্ন না নেওয়া— এমন কিছু কারণেই কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। আপনি কোলেস্টেরলে আক্রান্ত কি না, তা সব সময়ে বাইরে থেকে বোঝা যায় না। অনেক দিন ধরে কোলেস্টেরলের সঙ্গে বসবাস করার পরে হয়তো জানা যায়। তবে শরীরের কয়েকটি অঙ্গ কিছু ইঙ্গিত দেয়। যেগুলো দেখে খানিকটা হলেও বোঝা সম্ভব যে আপনি কোলেস্টেরলের শিকার কি না।


চোখ, পা তো রয়েছেই। চিকিৎসকরা জানাচ্ছেন, জিভের রং দিতে পারে কোলেস্টেরলের ইঙ্গিত।


‘ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন’ নামক মেডিকেল পত্রিকায় গবেষণা জানাচ্ছে, জিভের ডগা বেগুনি কিংবা নীলাভ বর্ণ হয়ে যাওয়া আসলে কোলেস্টেরলের লক্ষণ। জিভে রক্ত জমাট বেঁধে গিয়ে এমন রং হয় মূলত। এটি ঘটে যখন রক্ত কোষগুলোর মাধ্যমে স্বতস্ফূর্ত ভাবে প্রবাহিত হতে পারে না। এর ফলে রক্ত প্রবাহের গতি শ্লথ হয়ে পড়ে। জিভের রং বেগুনি হয়ে যাওয়ার আরও একটি কারণ হতে পারে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক ভাবে হচ্ছে না। ফলে শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা যায় না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us