বাংলা, হিন্দি, তামিল মিলিয়ে তার অভিনীত সিনেমার সংখ্যা একশর কাছাকাছি; ওই সংখ্যার হিসাবকে থামিয়ে দিয়ে এবার ‘অবসরে যেতে চান’ সত্যজিত রায়ের ‘ফেলুদা’ চরিত্রে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সব্যসাচী চক্রবর্তী।
পশ্চিমবঙ্গের এ অভিনেতা বললেন, “আমার সময় শেষ। এখন রিটায়ার্ড। এখন অবসরপ্রাপ্ত।”
চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন সব্যসাচী চক্রবর্তী। উৎসবের উদ্বোধনী দিন শনিবার তার অভিনীত ‘জেকে-৭১’ সিনেমাটি দেখানো হয়।
এক সাক্ষাৎকারে গ্লিটজকে তিনি বললেন ঢাকার প্রতি নিজের অনুরাগের কথা; নিজের ক্যারিয়ার আর বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও আলাপ হল।
কোনো রাখঢাকা না রেখেই সব্যসাচী বললেন, “ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে পেরে খুবই ভালো লেগেছে। এর আগেও নেমতন্ন করেছিল। মহামারীর কারণে আসতে পারিনি। এবার এসে খুবই ভালো লেগেছে।”
দুই শহরের জনজীবন ও সংস্কৃতির মিল-অমিল বিচারে সব্যসাচীর ভালোলাগার পাল্লা বেশি ঝুঁকে আছে ঢাকার দিকেই।