মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, এক জেলের মৃত্যু

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:৩৩

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে চার জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে মো. জলিল (১৫) নামে জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।


সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল ওই স্থান থেকে মো. ফারুক (২০) নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে নিখোঁজ হওয়া জলিলের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।


এর আগে রোববার (১৫ জানুয়ারি) দিনগত রাতে নদীতে জেলেরা নৌকায় করে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।


হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ঘটনায় নিহত ও জীবিত উদ্ধার হওয়া জেলেরা চাঁদপুর সদরের ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা।


ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম খান বাংলানিউজকে বলেন, আমি খবরটি থানা ও নৌ পুলিশকে জানিয়েছি। এ ধরনের ঘটনায় আমি নিজেও খুবই মর্মাহত ও শোকাহত। লঞ্চের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us