ক্যাপাসিটি চার্জের নামে সরকার জনগণের পকেট কাটছে: খন্দকার মোশাররফ

সমকাল প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

ক্যাপাসিটি চার্জের নামে সরকার বিদ্যুৎ উৎপাদন না করেই জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।


আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, সরকার কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে, এনার্জি রেগুলেটরি কমিশনকে তোয়াক্কা না করে, বিদুতের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।


তিনি জানান, বিএনপি সরকারের আমলে বিদ্যুতের ইউনিট ছিল ২ টাকা ৬০ পয়সা। এখন ১১ টাকা দিতে হয় এক ইউনিটে।


বিএনপির এই নেতার বলেন, সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন না করে টাকা বিদেশে পাচার করেছে, আর ক্যাপাসিটি চার্জ নামে বিদ্যুৎ উৎপাদন না করেই জনগণের পকেট কাটছে।


তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এখন প্রকাশ করতে বাধ্য হয়েছে যে, গত ১০ বছরে দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us