২০১৯ সালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় ৩৮ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি সামরিক আদালত। রায় ঘোষণার সময় আদালতে ২৩ আসামি অনুপস্থিত ছিলেন। খবর ডয়েচে ভেলে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে তারা ২০১৯ সালে প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসির বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালের সেপ্টেম্বরে বন্দর শহর সুয়েজে সরকার বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে নিজে মসনদে বসেছিলেন আবদেল-ফাত্তাহ আল-সিসি। এরপর পুলিশের অনুমোদন ছাড়া বিক্ষোভ করার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আইন পাস করা হয় মিসরে।