পাবনায় পালিত হচ্ছে সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবস

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা ও পাবনার কন্যা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবস আগামীকাল মঙ্গলবার। দিবসটি পালন উপলক্ষে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় এসব কর্মসূচি পালিত হবে।


সকাল সাড়ে ১০টায় মহানায়িকা সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে স্মরণসভা ও সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করবেন শিল্পীরা। অনুষ্ঠানে ভরতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। এ ছাড়া পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, মেয়র শরীফ উদ্দীন প্রধান, প্রবীণ শিক্ষক অধ্যাপক কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us