ঢাকার নবাবগঞ্জে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০দফা দাবি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নিঃ স্বার্থ মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার সকাল ১১টায় উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা বাজার থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় দলের নেতা কর্মীরা বলেন, একটি গণতান্ত্রিক দেশে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে মামলা-হামলা করে অবৈধ সরকার অত্যাচার করছে। অতিবিলম্বে তাদের মুক্তি এবং জনগণের জানমালের নিরাপত্তাসহ দ্রব্যমূল্য কমানোর দাবি জানাচ্ছি।