দুর্ঘটনার আগে ল্যান্ডিং প্যাড বদলের অনুমতি চেয়েছিল উড়োজাহাজটি

সমকাল প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩৭

নেপালের পোখারায় বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি অবতরণের আগ মুহূর্তে ল্যান্ডিং প্যাড পরিবর্তনের অনুমতি চেয়েছিল। অনুমতি দেয়া হলেও শেষমেশ আর অবতরণ করতে পারেনি বিমানটি। তবে শেষ মুহূর্তে ল্যান্ডিং প্যাড বদলের দরকার কেন হয়েছিল তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। খবর- বিবিসির। 


নেপালের স্থানীয় পত্রিকা ইকান্তিপুর এক প্রতিবেদনে বলেছে, বিধ্বস্ত হওয়া বিমানটির রানওয়ে-৩০এ অবতরণের কথা ছিল। একই পাইলট ও ক্রুসহ বিমানটি একই রানওয়েতে ওই দিন সকালবেলায়ও একবার অবতরণ করেছিল। তবে শেষ মুহূর্তে বিমানটি রানওয়ে-১২তে অবতরণের অনুমতি চায়।বিবিসি নেপালি এক প্রতিবেদনে বলেছে, বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টন কামাল কে সি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us