১৮ বছর পর বড় পর্দায় ফিরছেন অপি

আজকের পত্রিকা প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:৩৯

অবশেষে ভাষার মাসে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী। দুই বাংলায় একই সঙ্গে মুক্তির প্রত্যাশা করছেন সিনেমাটির প্রযোজক ও বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। এর অংশ হিসেবে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।


মায়ার জঞ্জাল দিয়ে ১৮ বছর পর বড় পর্দার ফিরছেন অপি করিম। তাঁর চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা। বেকার স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে আর সংসারের খরচ জোগাতে চাকরি করে সোমা। তার স্বামী চাদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us