আম্পায়ারিং নিয়ে কথা বলে শাস্তি পেলেন কুমিল্লার কোচ সালাউদ্দিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯

আম্পায়ারিং নিয়ে প্রেস কনফারেন্সে মন্তব্যর কারণে কঠিন শাস্তি দেয়া হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। ম্যাচ ফি’র ৫০ ভাগ কেটে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। সে সঙ্গে তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।


রোববার রাত ১০টা নাগাদ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ শেষে কুমিল্লা কোচ সালাউদ্দিন যে মন্তব্য করেছেন, তা বিসিবি কোড অব কনডাক্টের লেভেল-২ এর আর্টিকেল ২.৭ বিরোধী।’ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে সালাউদ্দীন তার দোষ স্বীকার করেছেন এবং তাই কোন আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার ডেভিড মিলনস, মোর্শেদ আলী খান সুমন, থার্ড আম্পায়ার তানভির আহমেদ এবং চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন। ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে জাকের আলী অনিকের এলবিডব্লিউ নিয়ে বিতর্ক তৈরি হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us