বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ প্রতিবন্ধী। পরিসংখ্যান ব্যুারোর হিসাব মতে, দেশের ২.৮ শতাংশ মানুষ প্রতিবন্ধী যাদের বড় অংশ শারীরিক প্রতিবন্ধী। বিশ্ব জনসংখ্যার বড় এ অংশকে প্রযুক্তির সুবিধায় অন্তর্ভুক্ত করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের রয়েছে বিশেষায়িত সেবা। বিশ্বের সর্বাধিক ব্যবহূত এ কোম্পানিগুলোর পণ্য এবং সেবাগুলো হয়ে উঠেছে প্রতিবন্ধীবান্ধব।
ফেসবুক
দৃষ্টিশক্তি হ্রাস এবং বধিরতার মতো প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্যে ফেসবুকে রয়েছে বেশকিছু ফিচার। ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে হাঁটা, খাওয়া এবং আরও অনেক কিছুর মতো ছবির নির্দিষ্ট কার্যকলাপ সহজে ব্যাখ্যা করতে পারে। ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে বিবরণে ছবিতে ট্যাগ করা ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা যায়। বাংলাসহ ২৫টি ভিন্ন ভাষায় রয়েছে এ সেবা। ফটো সম্পর্কে বিস্তারিত যেন ব্যবহারকারীকে জানাতে পারে এমন এআই নিয়ে কাজ করছে ফেসবুক। অন্ধ বা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবহারকারীদের নিউজ ফিডে কী ঘটছে তা বুঝতে সাহায্য করার জন্য 'অটোমেটিক অলটারনেটিভ টেক্সট' নামে একটি ফিচার রয়েছে ফেসবুক। 'অবজেক্ট রিকগনিশন' ফিচারের মাধ্যমে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে একটি ছবিতে কী কী রয়েছে তা বর্ণনা করে দৃষ্টিপ্রতিবন্ধীকে শোনাতে পারে। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্তে ফেসবুকে রয়েছে কি-বোর্ড শর্টকাট (অ্যাক্সেস কি)।