সোনারগাঁয়ে কারুশিল্প মেলা শুরু বুধবার, থাকছে ১০০ স্টল

সমকাল প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হতে যাচ্ছে আগামী বুধবার। এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর ২৪ স্টলসহ মোট ১০০টি স্টল বরাদ্দ করা হয়েছে।গতকাল রোববার বিকেলে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে প্রতি বছর মাসব্যাপী এ মেলা আয়োজিত হয়ে আসছে।


এবার কারুশিল্প ও লোকজ শিল্প প্রদর্শনী ছাড়াও থাকছে পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা ও গ্রামীণ খেলা।১৮ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলা উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করবে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা।মেলা চলাকালে ওই এলাকার যানজট, আইনশৃঙ্খলা রক্ষাসহ খাদ্যের মূল্যতালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us