সরকারি হাসপাতালে বেসরকারি ফি কেন?

সমকাল কল্লোল মোস্তফা প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:০৪

জনগণের অর্থে পরিচালিত সরকারি তথা পাবলিক হাসপাতালে চিকিৎসা খরচ কম হবে- এটাই প্রত্যাশিত। কিন্তু সরকারি হাসপাতালের অবকাঠামো ব্যবহার করে যদি বেসরকারি প্রতিষ্ঠান উচ্চ ফিতে চিকিৎসাসেবা প্রদান করে, তাহলে সেটা পাবলিক চিকিৎসার ধারণার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। এ ঘটনাই ঘটছে ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।


এ দুই হাসপাতালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ২০১৭ সাল থেকে ডায়ালাইসিসসহ কিডনি রোগীদের বিভিন্ন সেবা দিচ্ছে ভারতীয় মালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস প্রাইভেট লিমিটেড (ডায়ালাইসিস ফি বাড়ানোয় চমেক হাসপাতালে রোগীদের বিক্ষোভ, সমকাল, ৮ জানুয়ারি ২০২৩)।


এত দিন প্রতিবার ডায়ালাইসিস ফি ছিল ভর্তুকিতে ৫১০ এবং ভর্তুকি ছাড়া ২ হাজার ৭৮৫ টাকা। দরিদ্র রোগীরা তাদের প্রয়োজনীয় ডায়ালাইসিস সেশনের সবক'টিই ভর্তুকি মূল্যে করাতে পারতেন। কিন্তু নতুন বছর থেকে ডায়ালাইসিস ফি বৃদ্ধি করা হয়েছে এবং যারা এত দিন শতভাগ ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস সেবা পেতেন, তাদের অর্ধেক ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us