টেনিস থেকে রজার ফেদেরারের অবসর ও সেরেনা উইলিয়ামসের সামান্য ‘কিন্তু’ রেখে বিদায় বলে দেওয়ার পর মাঠে গড়াচ্ছে প্রথম গ্র্যান্ড স্ল্যাম। শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। নজর থাকবে যথারীতি দুই গ্রেট রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের দিকে। স্প্যানিশ তারকা নাদালের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার, সার্বিয়ান তারকা জোকোভিচের পুনরুদ্ধারের।
টেনিস ইতিহাসে পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের তালিকায় প্রথম দুটি স্থানে আছেন এই দুজন। ২২টি জিতে চূড়ায় নাদাল, জোকোভিচের শিরোপা ২১টি। সবশেষ ১৮ গ্র্যান্ড স্ল্যামের ১৫টিই জিতেছেন তারা। বাকি ৩টি জিতেছেন ডমিনিক টিম, দানিল মেদভেদেভ ও কার্লোস আলকারাস, যথাক্রমে গত তিনটি ইউএস ওপেনে।
টেনিসের ‘বিগ থ্রি’র আরেক জন রজার ফেদেরার ক্যারিয়ারের ইতি টেনে দেন গত সেপ্টেম্বরে। সবশেষ ৭০ গ্র্যান্ড স্ল্যামের ৫৯টিই জিতেছেন এই তিন জন মিলে। সুইস তারকা ফেদেরারের শিরোপা সংখ্যা ২০টি।
করোনাভাইরাসের টিকা না নেওয়ায় গত বছর টুর্নামেন্ট শুরুর আগের দিন অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল জোকোভিচকে। সেসব এখন আর মাথায় রাখছেন না এখানে সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী তারকা। তার লক্ষ্য আরেকবার ট্রফি উঁচিয়ে ধরা।