পুরো বছরই মাঠের বাইরে থাকতে পারেন ঋষভ পান্ত

সমকাল প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৫

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন ঋষভ পান্ত। ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে পুরোপুরি পুড়ে গেলেও প্রাণে বেঁচেছেন তিনি। তবে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে। তার সুস্থ হওয়ার প্রক্রিয়াও এখনও শুরু হয়েছে। মাঠে ফিরতে তাই লাগবে দীর্ঘ সময়। 


বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার পান্ত আগামী আইপিএলে খেলতে পারবেন না, এটাকেই বড় করে দেখা হচ্ছিল। এখন  সংবাদ মাধ্যম দাবি করছে, আইপিএল কেন ঘরের মাঠে অনুষ্ঠিত ক্রিকেটের মেগা আসর অর্থাৎ ৫০ ওভারের বিশ্বকাপেও অনিশ্চিত তিনি। এমনকি চলতি বছরে তাকে আর মাঠে নাও দেখা যেতে পারে। 


সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই-এর চিকিৎসকরা বোর্ডকে জানিয়েছেন, পান্তের বাঁ-পায়ের তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিড়ে গেছে। যার দুটি প্রতিস্থাপন করা গেছে। তবে তৃতীয়টির অস্ত্রোপচার হবে ছয় সপ্তাহ বা দেড় মাস পরে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us