You have reached your daily news limit

Please log in to continue


হৃতিককে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না: রাজামৌলি

‘প্রভাসের কাছে হৃতিক কিছুই নয়’ ১৫ বছর আগের এক বক্তব্যে এমনটাই বলেছিলেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি। ১৫ বছর আগে করা নিজের সেই মন্তব্যের জন্য সম্প্রতি ক্ষমা চাইলেন রাজামৌলি।

তিনি বলেন, ‘১৫-১৬ বছর আগেরকার কথা। আমার ওই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। শব্দচয়ন ঠিক হয়নি, স্বীকার করছি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল না হৃতিককে ছোট করা। অত্যন্ত সম্মান করি তাকে। যা হয়েছে সেসব অনেক আগের কথা।’

মূলত ১৫ বছর আগে ২০০৮ সালে তেলেগু ছবি ‘বিল্লা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রভাসকে প্রশংসায় ভাসান রাজামৌলি। যখনও প্রভাস প্যান ইন্ডিয়া সুপারস্টার হননি। কিন্তু তার পরেও বাহুবলী এই অভিনেতাকে নিয়ে বড়সড় বক্তব্য দিয়েছিলেন রাজামৌলি।

১৫ বছর আগের সেই বক্তব্যে বাহুবলী নির্মাতা বলেছিলেন, “বলিউডকে বহুদিন আগেই ছাপিয়ে গিয়েছে দক্ষিণের ইন্ডাস্ট্রি। আমাদের সঙ্গে এখন কেবল হলিউডের তুলনা চলে। আমাদের কি হৃতিকের মতো হিরো নেই? ‘বিল্লা’র পোস্টার, ঝলক সবই দেখলাম সদ্য। আমি একটাই কথা বলব, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন।” তার তখনকার মন্তব্যে অনুষ্ঠানস্থলে হাততালি পড়লেও বর্তমানে এসে অনেকেই এর বিরোধিতা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন