পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শিগগির জাতীয় পরিষদে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তা শাহবাজকে প্রমাণ করতে বলবেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
গতকাল শনিবার পাকিস্তানের হাম নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকার এ দাবি করেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান। এ ছাড়া লাহোরে অনুষ্ঠিত এক আলোচনায়ও তিনি একই কথা বলেন।
ইমরান বলেন, ‘শাহবাজ শরিফ পাঞ্জাবে আমাদের পরীক্ষা নিয়েছেন। এবার তাঁর পালা। জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তা তাঁকে প্রমাণ করতে হবে।’