কয়েক মাস ধরে দেশে একটা গণতন্ত্র গণতন্ত্র ভাবের উন্মেষ ঘটেছে। সে ভাবটা এখনও শেষ হয়ে যায়নি। দেশের বৃহৎ বিরোধীদলীয় শক্তি পরপর নয়টি বিভাগীয় জনসমাবেশ করে এই ভাবটাকে অনেকটা চাঙ্গা করে তুলেছে। পাল্টাপাল্টি বড় বড় সমাবেশেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দেশের গণতন্ত্রের জন্য এই চাঙ্গাভাব জাতিকে অনেকটা আশাবাদী করে তুলেছে। কিন্তু একটি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুরোপুরি চালু হলে যাদের নেতিবাচক প্রতিক্রিয়া ধীরে ধীরে শুরু হওয়ার কথা এই পরিস্থিতি তাদের ব্যাপকভাবে শঙ্কিত করে তোলায় হঠাৎ করে এই গতিতে ছেদ শুরু হওয়ার উন্মত্ত ঢেউ লক্ষ্য করা যাচ্ছে।