আইওএস ১৬.১ সংস্করণসহ আগের সব অপারেটিং সিস্টেমে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ায় সম্প্রতি আইওএস ১৬.২ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। কিন্তু সংস্করণটি নামানোর পর আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের পর্দায় সবুজ ও হলুদ রঙের দাগ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।
এ বিষয়ে এত দিন মুখ না খুললেও এবার অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফটওয়্যারের ত্রুটির কারণে এ সমস্যা হতে পারে। এর সঙ্গে যন্ত্রাংশ বা হার্ডওয়্যারের কোনো সম্পর্ক নেই। এরই মধ্যে সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে। আইফোনের পর্দার ত্রুটি দূর করতে আইওএস হালনাগাদ করা হবে।