বাবার মৃত্যুতেও প্যারোলে মুক্তি পাননি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি নেতা আব্দুর রহিম রনি।
আজ শনিবার সকালে তার পিতা মহসিন মোল্লা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। পিতার জানাজায় অংশ নিতে আব্দুর রহিম রনির পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির আহ্বান জানালেও অনুমতি দেওয়া হয়নি।
পরিবারের পক্ষ থেকে সারাদিন কারাগার এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোরাঘুরি পরও বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।