ট্রাফিক জ্যাম এড়িয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকেই নিয়মিত ভাড়ায় চলা মোটরবাইক ব্যবহার করেন। কেউ আবার যাতায়াত খরচ বাঁচাতে নতুন মোটরবাইক কেনার কথা ভাবছেন। ক্রেতাদের এ চাহিদা মেটাতে নিজেদের টিভিএস মেট্রোপ্লাস ১১০ মডেলের মোটরবাইকের নকশা পরিবর্তনের পাশাপাশি নতুন সুবিধা যোগ করেছে ভারতীয় মোটারবাইক নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস।
এক লিটারে ৮৬ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম এ মোটরবাইকে ইউএসবি চার্জিং পোর্ট থাকায় সহজেই ফোন চার্জ করা যায়। ফলে গুগল ম্যাপে পথের গন্তব্য দেখার সময় ফোনের চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। তেলের ট্যাংকও বেশ বড়, ফলে ১০ লিটার তেল ভরা যায়।
কিক বা ইলেকট্রিক সুইচ কাজে লাগিয়ে চালু করা যায় এ মোটরবাইক। ডাম্ব বা ডিস্ক ব্রেকযুক্ত মোটরবাইকটির দাম যথাক্রমে ১ লাখ ২৪ হাজার ৯০০ টাকা এবং ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। দুই বছরের বিক্রয়োত্তর সেবার পাশাপাশি বিনা মূল্যে ছয়বার সার্ভিস সুবিধাও পাওয়া যাবে।