কপালে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান

প্রথম আলো প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫

ছোট পর্দা থেকে এসে বলিউডে ক্রমে জাঁকিয়ে বসছেন অভিনেত্রী রাধিকা মদন। হিন্দি সিনেমায় অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মনে করা হয় তাঁকে। গতকাল মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘কুত্তে’। এই নায়িকার ঝুলিতে এখন বেশ কটি ছবি। তবে একসময় হাতে কাজ ছিল না রাধিকার। কপালে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান।


খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ‘কুত্তে’ ছবির পরিচালক। নির্মাতা হিসেবে এটা তাঁর অভিষেক ছবি। কুত্তে ছবিতে রাধিকা নিজের স্বচ্ছন্দের দুনিয়ার বাইরে গিয়ে অভিনয় করেছেন।


এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এ ছবির চরিত্রের সঙ্গে বাস্তবে আমার বিন্দুমাত্র মিল নেই। আমি সবার প্রতি সহানুভূতি রেখে চলি। অন্যের ভুল হলেও আমি নিজের ঘাড়ে নিতে দ্বিধা করি না। নিজের থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করার মজাই আলাদা। এতে অন্য কারও জীবনের স্বাদ পাওয়া যায়। পরিচালক আসমান আমাকে আমার চরিত্র বুঝে ওঠার জন্য তিন পাতার প্রশ্নমালা পাঠিয়েছিলেন। এসব প্রশ্নের সমাধান করতে আমার প্রায় ২২ ঘণ্টা লেগে গিয়েছিল। এই পদ্ধতিটা একদম অন্য রকম ছিল। এর পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার আগামী ছবির সব চরিত্রের প্রস্তুতির জন্য এসব প্রশ্ন-উত্তর পর্ব রাখব।’


এখন চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে রাধিকার। ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার হাতে যখন কাজ ছিল না, তখন বলতাম এখন দেখা করতে চাও তো করে নাও, পরে তারকা হয়ে গেলে আমি ব্যস্ত হয়ে পড়ব। নিজের প্রতি প্রবল আস্থা ছিল বলেই এ রকম কথা বলতাম। অন্য কেউ কাজ পেলে অনেকে তা নিয়ে হা–হুতাশ করে। কিন্তু আমি কখনোই তা করতাম না। নিজের স্বপ্নের দুনিয়ায় ভেসে বেড়াতাম। আমার মা–বাবা আমাকে প্রেরণা জোগাতেন। আমার হাতে যখন কাজ ছিল না, তখনো আমি আমার জীবনের ছোট ছোট আনন্দকে উদ্‌যাপন করতাম। আমি শুধু আমার কাজের প্রতি মনোযোগ দিতাম। হিট, ফ্লপ তো একটা ছবির অংশ। এসব হতেই থাকে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us