মণিপুরি শাড়ির যত্ন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১৭:০০

বুননের নান্দনিকতাই মণিপুরি শাড়ির প্রধান বৈশিষ্ট্য। শাড়িপ্রেমীদের কাছে স্নিগ্ধ ও সুন্দর এই শাড়ির জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। সঠিক উপায়ে যত্ন না নিলে জাল বুননের শাড়িটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। জেনে নিন মণিপুরি শাড়ির যত্নে কী করবেন, কী করবেন না।



  • মণিপুরি শাড়ি পরিষ্কার করতে হবে সাবধানে। মাইল্ড ডিটারজেন্ট অথবা লিকুইড সাবান দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন ধোয়ার আগে। দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখা যাবে না।

  • কচলিয়ে ধোবেন না মণিপুরি শাড়ি। কোনও ধরনের ব্রাশ ব্যবহার করাও অনুচিত।

  • ধোয়া শেষে মাড় বা এরারুট দেবেন শাড়িতে। শাড়ির রঙ গাঢ় হলে এরারুট/মাড়ে নীল মিশিয়ে ছেঁকে নেবেন। প্রতি শাড়ির জন্য ৮০ থেকে ১০০ গ্রাম এরারুট ব্যবহার করবেন।

  • ভেজা শাড়ি মেলে দেওয়ার সময় সোজা করে দেবেন। নাহলে শাড়ির আকৃতি নষ্ট হয়ে যেতে পারে।

  • শুকিয়ে গেলে আয়রন করে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us