উন্মোচনের আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৩'র ছবি ফাঁস

সমকাল প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১০:০৫

স্যামসাংয়ের বহুল কাঙ্ক্ষিত স্মার্ট ডিভাইস 'গ্যালাক্সি এস২৩' উন্মোচন হতে পারে আগামী ১ ফেব্রুয়ারি। নতুন ডিভাইনটি উন্মোচনের দিন ঘনিয়ে এলেও ডিভাইসটি দেখতে কেমন হবে বা এতে কী ধরনের ফিচার থাকছে, তার কিছুই অবশ্য এখনও প্রকাশ করেননি স্যামসাং।তবে স্যামসাং না জানালেও ডিভাইসটির আসল ছবি ও ডিজাইন ফাঁস করার দাবি জানিয়েছে জার্মান প্রযুক্তি সাইট উইনফিউচার।


উইনফিউচারের বরাতে প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, কালো, সাদা, সবুজ ও গোলাপি রঙে পাওয়া যাবে স্যামসাং 'গ্যালাক্সি এস২৩'। ডিভাইসটিতে থাকতে পারে উজ্জ্বল 'ওলেড' ডিসপ্লে, কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর 'স্ন্যাপড্রাগন ৮'। ডিভাইসটির পেছনে থাকবে তিন ক্যামেরার সেটআপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us