সন্তানকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে পরিবারের ভূমিকা

দৈনিক আমাদের সময় শেলী সেনগুপ্তা প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯

‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,/সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি...’Ñ দ্বিজেন্দ্রলাল রায়ের এ গানটির চমৎকার বাণী এবং ভালো লাগার পঙ্ক্তিমালার মধ্যে লুকিয়ে আছে দেশের প্রতি ভালোবাসা ও আনুগত্য। এই বাণী পরম শ্রদ্ধায় বলে ওঠে মনের গভীরে লুকানো কথাগুলোÑ যা বলার জন্য একবার নয়, বারবার কেঁপে ওঠে ঠোঁট। এই সুখময় কথামালা উচ্চারণ ও এর ভেতর লুকিয়ে থাকা আনন্দ ধারণ করার মানসিকতা মানুষের শিশুকাল থেকে গড়ে তুলতে হবে এবং এটি করতে হবে পরিবার থেকে। আমরা জানি, শিশুকে গড়ে তোলার জন্য পরিবারের চেয়ে বড় কোনো ক্যানভাস নেই। এ জন্যই পরিবারকে বলা হয় ‘মানবিক গুণাবলি অর্জনের প্রথম শিক্ষাগার।’ এখান থেকেই সন্তানের জীবনে নৈতিকতা ও আদর্শের বীজ বপন করতে হবে, জাগ্রত করতে হবে দেশপ্রেম। যুগে যুগে সেটিই হয়ে আসছে।


বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এ দেশকে স্বাধীন করার জন্য কত বীর বুকের রক্ত দিয়েছেন, কত নারী দিয়েছেন সম্ভ্রমÑ তা লেখা নেই হিসাবের খাতায়। যে দেশটি এত পরীক্ষা-নিরীক্ষা ও রক্তের নদী পার হয়ে স্বাধীন হয়েছে, সে দেশকে ভালোবাসতেই হয়। যে দেশটি এভাবে স্বাধীন হলো, তাকে তো লালন করতে হয় ভালোবেসে। তা করছেন জননেত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য সবাইকে সঙ্গে নিয়ে তিনিও কাজ করে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us